

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তথ্য প্রাপ্তি সহজ করার লক্ষ্যে নতুন অফিসিয়াল ফেসবুক পেইজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টায় ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ পেইজের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, সেলের সহকারী পরিচালক প্রফেসর ড. মুহাঃ শরিফুল ইসলাম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ সাহেদ হাসান প্রমুখ।
আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শাহজাহান আলী জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে চালু ভুয়া পেইজ অপসারণ কেবল সরকারের পক্ষেই সম্ভব। তিনি সকলকে অফিসিয়াল পেইজটি ফলো করার আহ্বান জানান, যাতে পেইজের ফলোয়ার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঠিক তথ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “অফিসিয়াল পেইজ না হলে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনের সুযোগ অন্যরা নিতে পারে। এই সমস্যা এড়াতে আমরা অফিসিয়াল ফেসবুক পেইজ উদ্বোধন করছি। এটি বিশ্ববিদ্যালয়ের অথেন্টিক পেজ হিসেবে গ্রহণ করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানাই।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের নামে অঅনুমোদিত বা ভুয়া পেইজ ব্যবহারকারীদের বিরুদ্ধে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও, ভুয়া পেইজের অ্যাডমিন এবং যারা পেইজগুলো ব্যবহার করে লাইভে যায়, তাদের তথ্য আইসিটি সেলে দেওয়ার জন্য সাংবাদিকদের পরামর্শ দেন।
উল্লেখ্য, উদ্বোধনকৃত ফেসবুক পেইজের লিঙ্ক: https://www.facebook.com/ share/1BEPyTQUm2/। তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের প্রেস বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিতভাবে এই পেইজে আপলোড করা হবে।