ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজ উদ্বোধন

Share the post
ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তথ্য প্রাপ্তি সহজ করার লক্ষ্যে নতুন অফিসিয়াল ফেসবুক পেইজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টায় ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ পেইজের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, সেলের সহকারী পরিচালক প্রফেসর ড. মুহাঃ শরিফুল ইসলাম, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ সাহেদ হাসান প্রমুখ।
আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শাহজাহান আলী জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে চালু ভুয়া পেইজ অপসারণ কেবল সরকারের পক্ষেই সম্ভব। তিনি সকলকে অফিসিয়াল পেইজটি ফলো করার আহ্বান জানান, যাতে পেইজের ফলোয়ার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঠিক তথ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “অফিসিয়াল পেইজ না হলে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনের সুযোগ অন্যরা নিতে পারে। এই সমস্যা এড়াতে আমরা অফিসিয়াল ফেসবুক পেইজ উদ্বোধন করছি। এটি বিশ্ববিদ্যালয়ের অথেন্টিক পেজ হিসেবে গ্রহণ করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানাই।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের নামে অঅনুমোদিত বা ভুয়া পেইজ ব্যবহারকারীদের বিরুদ্ধে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও, ভুয়া পেইজের অ্যাডমিন এবং যারা পেইজগুলো ব্যবহার করে লাইভে যায়, তাদের তথ্য আইসিটি সেলে দেওয়ার জন্য সাংবাদিকদের পরামর্শ দেন।
উল্লেখ্য, উদ্বোধনকৃত ফেসবুক পেইজের লিঙ্ক: https://www.facebook.com/share/1BEPyTQUm2/। তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের প্রেস বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিতভাবে এই পেইজে আপলোড করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ধোবাউড়ায় প্রাথমিক শিক্ষক সমিতি ও শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক এর বিদায় সংবর্ধনা

Share the post

Share the post আবুল হাশেম,ধোবাউড়া,ময়মনসিংহ: আজ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বিদায়ী সংবর্ধনা প্রধান করা হয়। শুরুতে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বিদায়ী গান গেয়ে ফুলেল শুভেচ্ছা দেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন […]

নওগাঁয় ১৯৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ: র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। এ সময় একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৫ এর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বলা […]