ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  “মার্চ ফর প্যালেস্টাইন” শ্লোগাণে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্র-জনতার একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌর এলাকার শান্তির মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রবেশ দ্বার বিশ্বরোড মোড় এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

ঘন্টাব্যাপি চলা সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ছাত্র নেতা মামুন খান, কেন্দ্রিয় নেতা মনিরুল ইসলাম মনির, রবিউল ইসলাম, হেলাল উদ্দিন শেখ নাসিম, মাহিন খান, সাব্বির আহমেদ, শাহনেয়ামতুল্লাহ ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নওসেবা নওরিন নেহা প্রমুখ।

বক্তারা বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগীতায় ইসরায়েল নামক একটি কলঙ্কিত রাষ্ট্রের জঙ্গীরা হামলা চালাচ্ছে মুসলিমদের প্রাণের স্পন্দন ফিলিস্তিনে। তারা সেখানে নিরিহ মুসলিম জনতার ওপর নির্বিচারে বোমা বিষ্ফোরণ করে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে। ক্ষুধার্ত শিশুরা সেই ধ্বংশাবশেষের মধ্যেই খাবার খুঁজছে। না খেয়ে রাত্রি যাপন করছেন হাজার হাজার ফিলিস্তিনি নারী-শিশু-বৃদ্ধরা।

মসজিদে আযান দিতে গিয়ে ইসরায়েলের বোমা বিষ্ফোরণে মোয়াজ্জিনসহ মৃত্যুবরণ করেছেন ফিলিস্তিনি মুসুল্লি। এতে বিশ্বের বিবেকবান মানুষ উদ্বেগ প্রকাশ করলেও, কান্না করলেও বিশ্ব নেতারা রয়েছেন চুপ। কিন্তু বাংলাদেশের মতো একটি অনুন্নত দেশের বর্বর ইসরায়েলীদের সাথে অস্ত্র নিয়ে যুদ্ধ করার সামর্থ না থাকলেও ফিলিস্তিনের মুসলমানদের সাথে এক কাতারে দাঁড়িয়ে জিহাদ করার শক্তি রয়েছে।

আর তাই ইসরায়লী পণ্য বর্জণ করে অতি দ্রুত ফিলিস্তিনের মুসলিম জনগণের পক্ষ নিয়ে বর্বর ইসরায়লীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য সারা বিশ্বের  মুসলিম দেশগুলোর প্রধানদের প্রতি আহ্বান  জানান বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]