

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কতৃক বাস্তবায়নাধীন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (EDGE) প্রকল্পের আওতাভুক্ত “ ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্ট ট্রেনিং প্রোগ্রাম” এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৯ জুন ) সকাল ১০টায় ইবনে সিনা বিজ্ঞান ভবনে ১০২ নং কক্ষে কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগ কতৃক এই আয়োজন করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে ৯৭৮ শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও প্রোগ্রাম শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট, ব্যাগ, প্যাড খাতা, কলম ও খাবার প্রদান করা হয়।
অনুষ্ঠানে কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রোকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুঞ্জুরুল হক।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোঃ নসরুল্লাহ বলেছেন,‘ স্মার্টনেস বলতে আমরা সেটাকেই বুঝি যে যুগ যেটা ডিমান্ড করে সেটা নিজের মধ্যে আয়ত্ত করা। জীবনে শুধু জ্ঞান যথেষ্ট নয়, সাথে দক্ষতাও প্রয়োজন। জীবনের লক্ষ্যে পৌছাতে হলে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, ‘আমি যেকোনো মোটিভেশনাল আলোচনাতে স্কিল ডেভেলপমেন্ট এর উপর বেশি গুরুত্ব আরোপ করি। আমি ভিসি না হলে এই স্কিল ডেভেলপমেন্টের উপর এতো বেশি গুরুত্ব দিতাম না। কারন আমি এই প্রশাসনিক পদে থাকার কারনে আমার অনেকের সাথে কাজ করতে হয় যেখানে আমি স্কিল এর প্রয়োজনীয়তা অনুভব করি। আমরা কোনো কিছু জানতে চাইলে প্রথমে ইনফরমেশন দরকার হয়। ইনফরমেশন টা পেয়ে গেলে সেটা জ্ঞানে পরিনত হয়। আর এই জ্ঞানটাকে বাস্তবায়ন করার জন্য যা প্রয়োজন সেটাই হলো দক্ষতা। স্কিলে আমরা যতো বেশি ক্যাপাসিটি অর্জন করব ততো আমাদের জন্য উপকার।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্বাবধানে এবং EDGE প্রকল্পের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, আফসার উদ্দিন মহিলা মাদ্রাসা এই তিনটি কেন্দ্রে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সী স্নাতক দ্বিতীয় বর্ষ থেকে স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ৬০ ঘণ্টা ব্যাপী Digital Skills for Students Training Program এর আওতায় ইন্টারমিডিয়েট লেভেল ও ফাউন্ডেশন লেভেল নামে ২ ধরনের প্রোগ্রামে ৪০ টি ব্যাচে মোট ৯৭৮ শিক্ষার্থীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।