আশুলিয়ায় সাংবাদিকদের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
মো: শাকিল শেখ ,সাভার(ঢাকা) : গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যা,সাভারে ৭১টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে হত্যাচেষ্টাসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের নিন্দা জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাভার-আশুলিয়ায় কর্মরত সাংবাদিকরা।
শনিবার (১৬ আগস্ট) সকালে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবুল হান্নান মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন,সাংবাদিক জাহিদুল ইসলাম অনিকের ওপর যারা হামলা চালিয়েছে, তারা সমাজের শত্রু। সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন,আর সেই সত্য প্রকাশ করলেই তাদের ওপর এমন বর্বর হামলা চালানো হয়। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করার দাবী জানান।
বক্তারা আরও বলেন, অনিকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের ওপর যে নির্যাতন চলছে,তা বন্ধে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। যদি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়,তাহলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।
সংহতি প্রকাশ করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবুল হান্নান বলেন, আমরা সংবাদ কর্মীদের পাশে সবসময় রয়েছি। সবসময় পাশে থাকার অঙ্গীকার করছি। তারাই আমাদের ভাই। সাংবাদিক পুলিশ সবসময় এক সাথে পথ চলতে হয়। তবে আমাদের অন্যায় কিছু পেলে আমাদের সাথে সাথে ধরিয়ে দিবেন। তবে তাদের উপর হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছি। আশা করি দ্রুত চার্জশীট দিয়ে অপরাধে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে।
এ কর্মসূচিতে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি ও সাভার উপজেলা সাংবাদিক সমিতির সকল সদস্যসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,যদি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না করা হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।