“আমরা স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখায় সুন্দর আগামীর”মানবতার সংগঠন অপ্রতিরোধ্য চট্টগ্রাম পরিষদ
চট্টগ্রাম সিটি: আমরা স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখায় সুন্দর আগামীর মানবতার সংগঠন অপ্রতিরোধ্য চট্টগ্রাম পরিষদ -করোনা ভাইরাস ( কভিট ১৯) মোকাবেলায় বিশেষ ভুমিকা রেখে আসছে, এবং সে ধারাবাহিকতায় এই দুর্যোগে যারা অসহায়ভাবে দিন যাপন করছেন, অপ্রতিরোধ্য চট্টগ্রাম তাদের আগামী দুই দিনের মধ্যে ঈদ উপহার দেওয়ার চিন্তা করেছে,এবং যারা মোবাইল ফোনে sms এ আমাদের অনুরোধ করেছেন আমরা সর্বচ্চো গোপনীয়তা রেখে আপনাদের কাছে উপহার সামগ্রী পৌছিয়ে দিবে, ঘরে থাকুন সুস্থ থাকুন সবাইকে ঈদ মোবারক আদনান এলাহি তুহিন সভাপতি অপ্রতিরোধ্য চট্টগ্রাম পরিষদ