আগ্রাবাদ এক্সেস রোড, বড় পোল, ছোটপোল, হালিশহর হাউসিং এলাকায় নগর যুবলীগের সদস্য আসিফ মাহমুদের ব্যতিক্রমী উদ্যোগে হতদরিদ্র মানুষের মধ্যে গরুর মাংস ও ঈদ উপহার বিতরণ
চট্টগ্রাম সিটি: বৈশ্বিক মহামারীতে মানবিক সেবক হিসেবে মানবতার কাজে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে অন্ন তুলে দেওয়া, তাদের সাহায্য করা নিঃসন্দেহে এটি বড়ই মহৎ কাজের অংশ। পবিত্র ঈদুল ফিতরের আগের দিন নিম্নবিত্ত অসহায় মানুষের কথা চিন্তা করে একটি ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়ে, ১৩০ টি পরিবারের মধ্যে এক কেজি গরুর মাংস ও ঈদ উপহার দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামে যুব ও ছাত্র সমাজের আইডল, ওমর গনি এম ই এস কলেজের সফল সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম মহানগর যুবলীগের সিনিয়র সদস্য আসিফ মাহমুদ।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি মহোদয়ের নির্দেশনা গত এপ্রিলের ৫ তারিখের পর থেকে মাসব্যাপী এবং পুরো রমজান মাস নিয়ে নিজেকে মানবতার সেবক হিসেবে, এক জন মানবিক যোদ্ধা হয়ে নিরলস মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন নিজের অর্থায়নে হাজারো মানুষের পাশে গিয়ে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন। ঈদ উপহার সহ খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন এলাকায়।
