আগ্রাবাদে আন্তর্জাতিক ব্র্যান্ডের ৪ তারকা হোটেল বেস্ট ওয়েস্টার্নের যাত্রা শুরু

Share the post

চট্টগ্রাম: আন্তর্জাতিক ব্র্যান্ডের চেইন হোটেল বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স যাত্রা শুরু করছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র আগ্রাবাদ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১টায় সেনা কল্যাণ ট্রেড সেন্টারের (জনতা ব্যাংক ভবন সংলগ্ন) গ্রাউন্ড ফ্লোরে লোগো উন্মোচনের মধ্য দিয়ে সফট ওপেনিং করা হয় চেইন হোটেলটির।চার তারকা মানের এই হোটেলে তৈরিতে বিনিয়োগ হয়েছে প্রায় ৫৫ কোটি টাকা। হোটেলটিতে কক্ষ রয়েছে ৮৮টি।

বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স হোটেল অ্যান্ড রিসোর্টসের ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রশীদ বলেন, বেস্ট ওয়েস্টার্ন হোটেলের কক্ষে বসেই গ্রাহকেরা পাহাড়, হ্রদ, নদী ও সাগর—চট্টগ্রামের এই চার প্রাকৃতিক দৃশ্য একসঙ্গে দেখা যাবে। অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে হোটেলটিতে।

রয়েছে ‘পতেঙ্গা’ রেস্টুরেন্ট, রুপটপে ‘আকাশ’ রেস্টুরেন্ট, ৪০০ আসনের ব্যাংকুইট হল ‘নোঙর’, ৩০, ৪০ ও ৬০ আসনের কনফারেন্স হল, বার, সুইমিং পুল, জিম, সেলুন, প্রেয়ার রুম, স্পা ইত্যাদি আন্তর্জাতিক মানের সেবা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে পাঁচ তারকা হোটেলের সংখ্যা ১৭। এর মধ্যে ঢাকায় নয়টি, কক্সবাজারে চারটি এবং চট্টগ্রাম, যশোর, বগুড়া ও মৌলভীবাজারে একটি করে পাঁচ তারকা হোটেল রয়েছে। এ ছাড়া চার তারকা হোটেল আছে চারটি, যার মধ্যে দুটি চট্টগ্রামে। এই তথ্য থেকে পরিষ্কার যে দেশের বাণিজ্যিক রাজধানী ও অন্যতম বন্দরনগর হওয়া সত্ত্বেও চট্টগ্রামে তারকা হোটেলের সংখ্যা এখনো খুবই কম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]