আগামীকাল থেকে চট্টগ্রামের ২ কেন্দ্রে দেয়া হবে ভ্যাকসিন, প্রথম দিনে পাবে ১৫০
চট্টগ্রাম সংবাদ: বিশ্ব মহামারী করোনার ভ্যাকসিন চট্টগ্রামে এসেছে সেই খবর পুরানো হলেও আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রয়োগ করা হবে এ ভ্যাকসিন।
আগামীকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) থেকে প্রথম ধাপে দুটি কেন্দ্রে দেয়া হবে এ ভ্যাকসিন।নগরের ১৫টি কেন্দ্রে টিকা দেয়ার কথা থাকলেও প্রথম দিকে শুধুমাত্র দেয়া হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও জেনারেল হাসপাতালে । এই দুটি হাসপাতালে দেয়া হবে মোট দেড়শ’র অধিক ভ্যাকসিন।
প্রতিটি হাসপাতালে তৈরি করা হয়েছে চারটি করে মোট আটটি টিকা প্রদান বুথ। প্রতিদিন টিকাদান কার্যক্রম চলবে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি জেনারেল হাসপাতালেও শুরু হচ্ছে করোনা ভ্যাকসিন টিকাদান কার্যক্রম।