আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকাজে ধীরগতি, রেলমন্ত্রীর অসন্তোষ
আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ নির্মাণকাজের অগ্রগতি দেখে অসন্তোষ প্রকাশ করে আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে আখাউড়ার ভারত সীমান্তবর্তী শিবনগর এলাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে সঙ্গে নিয়ে প্রকল্পের কাজ পরিদর্শন শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেন তিনি।
প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, এই প্রকল্পটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু কাজের অগ্রগতি দেখে দু’পক্ষই হতাশ হয়েছে।
তাই দু’পক্ষ থেকেই দ্রুত কাজটি শেষ করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।