আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে স্বেচ্ছাসেবী মিলনমেলা

Share the post
মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “আখাউড়া ব্লাড ফাউন্ডেশন”-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ১৯ জুলাই শনিবার সকাল ১০টায় আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ হলরুমে দিনব্যাপী এই আয়োজনের শুভসূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফর রহমান, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমিউদ্দিন, ডা. এএইচ মামুন ভূইয়া, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা হারুনুর রশিদ। স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ও বিএমএসএফ আখাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ। তিনি বক্তব্যের শুরুতে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বাস্থ্যখাতে ছয় দফা দাবি তুলে ধরেন:
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ।একটি স্থায়ী ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা।
জরুরি সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা গ্রহণ।গরিব ও অসহায়দের জন্য উন্নত চিকিৎসা সেবা প্রদান।
কম খরচে আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে, ইসিজি ও ছোটখাটো অপারেশনের সুবিধা।পূর্ণাঙ্গ ব্লাড টেস্ট ও অন্যান্য পরীক্ষার সুব্যবস্থা।এই দাবিগুলোর একটি লিখিত স্মারকলিপি ইউএনও ও অন্যান্য অতিথিদের হাতে তুলে দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত দুই বছরে ১৪০০-এর বেশি রোগীকে রক্ত দিয়ে সহযোগিতা করা হয়েছে। তিন মাস অন্তর ফ্রি ব্লাড ক্যাম্প, অসহায় রোগীদের চিকিৎসা, শীতবস্ত্র বিতরণ, রমজানে ইফতার সামগ্রী, বন্যার সময় ত্রাণ বিতরণসহ নানা মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম সংগঠনটি পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক ও প্রতিষ্ঠাতা মোঃ রবিন এবং কে এম ফকরুল ইসলাম। বক্তব্য রাখেন ডাক্তার, ব্যাংক কর্মকর্তা, নারী মডারেটর কাজী ইতু সহ অন্যান্য অতিথি এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রক্তদাতা সংগঠনের প্রতিনিধিরা।
প্রধান অতিথি ইউএনও জি এম রাশেদুল ইসলাম ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে বলেন,
“এই সংগঠন সমাজে যে মানবিক ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের উত্থাপিত দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।”
আখাউড়া থানার ওসি মোঃ ছমিউদ্দিন বলেন,
“এই সংগঠন মানবতার পক্ষে কাজ করছে। আমি সব সময় পাশে থাকব, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের মানবিক কাজে অবদানের জন্য অতিথি ও সদস্যদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে, সকল অতিথিদের মাঝে ভোজন আয়োজনের মাধ্যমে দিনব্যাপী মিলনমেলার সফল সমাপ্তি হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাজশাহীর ধামরাই স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃত্বে সিফাত-আলমগীর

Share the post

Share the post সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :রাজশাহীতে অবস্থানরত সাভার-ধামরাই স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবী বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইয়াসির আরাফাত সিফাত  এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের ২০২০-২১ সেশনের আলমগীর এইচ রানা নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সংগঠনটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ […]

ওয়েব পোর্টাল উদ্বোধনের মধ্য দিয়ে ইবির আইসিটি বিভাগে নবীনবরণ

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ ও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আইসিটি (এসএআইসিটি)-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভাগের ওয়েব পোর্টালের উদ্বোধনও করা হয়। রবিবার (১৭ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় আইসিটি বিভাগের সভাপতি প্রফেসর ড. আলমগীর হোসেনের সভাপতিত্বে […]