

মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক্সপোর্ট পারমিট (ইএক্সপি) এক্সপোর্ট পারমিট জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় মাছ রপ্তানি বন্ধ রয়েছে।
বুধবার সকালে মাছ রপ্তানি বন্ধ থাকার বিষয়টি জানিয়েছেন মৎস্য রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া। তিনি জানান, এক্সপোর্ট পারমিট (ইএক্সপি) জটিলতার কারণে এ পথে আগরতলায় মাছ রপ্তানি করা হচ্ছেনা। মূলত মাছ রপ্তানিতে দিল্লির এনিম্যাল কোয়ারেন্টেন অনুমোদনের পর দেশের ব্যাংক থেকে (ইএক্সপি) এক্সপোর্ট পারমিট না পাওয়ায় বুধবার মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যেই এক্সপোর্ট পারমিট পাওয়া গেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে যথারিতী স্বাভাবিকভাবে মাছ রপ্তানী করা হবে। প্রসঙ্গত, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ১ লাখ ডলারের হিমায়িত মাছ ভারতে রপ্তানী করা হয়।
এদিকে ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে স্থলপথে ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতমুখী রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে।
স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, এক্সপোর্ট পারমিট জটিলতায় মাছ রপ্তানী বন্ধ থাকায় সকাল থেকে মাছের কোন গাড়ি বন্দরে আসেনি। তবে সিমেন্ট ও ভোজ্য তেল আগরতলায় রপ্তানী করা হচ্ছে।