আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে দুর্গাপুরে সিপিবি নারী সেলের বিক্ষোভ

Share the post
নূর আলম, দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: সারাদেশে ধর্ষণ, যৌন নিপীড়ন, খুন, ছিনতাই- ডাকাতিসহ আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা নারী সেল।
আজ মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টায় দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে উপজেলা নারী সেলের আহবায়ক  তাসলিমা বেগমের সভাপতিত্বে সিপিবি উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান,আদিবাসী নেত্রী পার্বতী রিছিল,নারী সেল নেত্রী মরিয়ম আক্তার,উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, ফলে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কঠোর হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতা বাড়ানোর পাশাপাশি নারীদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয় সমাবেশ থেকে।
বক্তারা আরও বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সরকারকে অবশ্যই জবাবদিহিতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় জনগণকে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হতে হবে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ, নারী সেলের সদস্যরা এবং সাধারণ জনগণ। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল দুর্গাপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইসরায়েল এর পণ্য বর্জনে ছাত্রদলের বিক্ষোভ”

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর জেলা প্রতিনিধি ঃফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সাভার সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ করে ইসরাইলি পণ্য বর্জনের  আহবান জানিয়েছেন। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও বিক্ষোভ করের নেতাকর্মীরা।  (৮ এপ্রিল) বেলা  প্রায় ১১টায় সাভার সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বরে গিয়ে  মাধ্যমে শেষ হয়। এ কর্মসূচিতে […]

আশুলিয়ায় “গাজায়” ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর জেলা প্রতিনিধি :ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মুসলিম জনতা। সোমবার (৭এপ্রিল) দুপুরের আশুলিয়ার জামগড়া রাস্তা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শিমুলতা মহাসড়ক পর্যন্ত প্রদক্ষিণ  করে এই কর্মসূচী পালন করেন এলাকাবাসী। বিক্ষোভকারীদের কণ্ঠে শোনা যায়, ‘ইসরায়েলের কালো হাত, […]