অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান, পাহাড়তলী থানা, সিএমপি, চট্টগ্রাম এর নেতৃত্বে পাহাড়তলী থানা এলাকার সকল বিটে একযোগে কার্যক্রম পরিচালনা করা হয়।
২রা মার্চ ২০২০ তারিখ বেলা অনুমান ০৩:০০ ঘটিকা হইতে অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান, পাহাড়তলী থানা, সিএমপি, চট্টগ্রাম এর নেতৃত্বে পাহাড়তলী থানা এলাকার সকল বিটে একযোগে কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত বিট কার্যক্রমে অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান থানা

এলাকার জনসাধারনকে নিয়মিত বিট পুলিশিং সহ নাগরিক তথ্য (CIMS) ফরম পূরন করা সহ পুলিশকে তথ্য প্রদান করে সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। ইহাছাড়া অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান জনসেচেতনতা মূলক বক্তব্য রাখেন যে, নিয়মিত বিট পুলিশিং ও নাগরিক তথ্য ফরম পূরণ করার মধ্যে দিয়ে থানা এলাকায় জঙ্গী সহ দূর্ধর্ষ সন্ত্রাসীদেরকে দমন সহ কোনক্রমে থানা এলাকায় যেন জঙ্গী ও দূর্ধর্ষ সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়া উঠতে না পারে সে দিকে নজর রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। থানা এলাকায় যদি কোন ব্যক্তিকে সন্দেহ হয় তাহলে তাৎক্ষনিক জাতীয় জরুরী সেবা ৯৯৯’এ অথবা সংশ্লিষ্ট থানা পুলিশকে

অবহিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। থানা এলাকার সকল বাড়ীর মালিকের প্রতি অনুরোধ করেন যে, কোন ভাড়াটিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেলে নতুন ভাড়াটিয়া আসিলে তাহাদেরও তাৎক্ষনিক নাগরিক তথ্য (CIMS) ফরম নতুন করে পূরণ করে সংশ্লিষ্ট বিট অফিসার অথবা থানায় জমা দেওয়ার জন্য বলেন।