অনুষ্ঠিত হয়ে গেল মাভাবিপ্রবি হাল্ট প্রাইজের উদ্যোগে “Hult Talk with Leaders” এর দ্বিতীয় পর্ব
আদিব রহমান,(মাভাবিপ্রবি প্রতিনিধি): ২০ই সেপ্টেম্বর থেকে হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির উদ্যোগে“Hult Talk with Leaders” অনুষ্ঠানটির দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হয়েছে। সেশনটি হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রতি চারদিন পরপর সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাত ৮ টায়। এই সেশনগুলোতে বিভিন্ন উদ্যোক্তাদের অতিথি হিসেবে নিয়ে এসে তাদের কাছ থেকে শোনা হবে তাদের পথ পাড়ি দেওয়ার গল্প, অভিজ্ঞতা। সঙ্গে তাদের উপদেশ, পরামর্শ তো থাকছেই। এই পুরো আয়োজনে টেকনিক্যাল পার্টনার হিসেবে রয়েছে Mechanic কই? ও মিডিয়া পার্টনার হিসেবে আছে channel 21.tv আজ “Hult Talk with Leaders” এ অতিথি হিসেবে ছিলেন খাইদাই টুডে এর সহ-প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম সাগর; বেস্ট এইড এর সহ-প্রতিষ্ঠাতা মীর হাসিব মাহমুদ এবং গ্রীনকালচার এর সহ-প্রতিষ্ঠাতা আহমেদ ইমরান হালিমী। তারা তাদের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প, তাদের কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে, তাদের অভিজ্ঞতা সবার মাঝে তুলে ধরেন। তারা তাদের আলোচনায় উদ্যোক্তা হতে যে ধরণের সামাজিক প্রভাব পড়ে তা নিয়ে আলোচনা করেন। আজকের সেশনে বক্তারা “Food for Good: Transforming food into Vehicle for change” কে কেন্দ্র করে আলোচনা করেন। তাদের আলোচনা সেশনে অংশ নেওয়া সবাই অনেক উপভোগ করেন। আর ইতোমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে হাল্ট প্রাইজের এই বছরের চ্যালেঞ্জের বিষয়বস্তু। হাল্ট প্রাইজের এই বছরের বিষয়বস্তু “Food for Good: Transforming food into Vehicle for change”. যেখানে টেকসই উন্নয়ন লক্ষমাত্রার ৭টি লক্ষ্য নিয়ে সরাসরি কাজ করা যাবে। আর কিছুদিনের মধ্যে এই বছরের চ্যালেঞ্জও ঘোষণা করতে যাচ্ছে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন। গতবার মাভাবিপ্রবিতে উল্লেখযোগ্য হারে অনক্যাম্পাস প্রোগ্রামে অংশ নিয়েছিল মাভাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা এবং মাভাবিপ্রবি থেকে বিজয়ী দল অংশ নেয় রিজিওনাল সামিটে।