নেত্রকোণায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : স্বাধীনতার মাসে ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নেত্রকোণার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে এক স্মুতচারণ সভার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকাল ২টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (চঃ দাঃ) নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান তালুকদার।বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মামুনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রস্তাবিত থানা আহবায়ক বীর মুক্তিযুদ্ধা নির্মল চন্দ্র চন্দ।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, শিক্ষিকা, সহকারী শিক্ষক, শিক্ষিকাসহ বিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আলোচনায় তিনি মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ নিয়ে নানা প্রশ্ন করেন এবং মুক্তিযোদ্ধারা তাদের প্রশ্নের উত্তর দেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোনায় বন্ধ লোকাল ট্রেন চালুর দাবিতে জনসাধারণের বিক্ষোভ ও রেলপথ অবরোধ

Share the post

Share the postসোহেল খান দূর্জয় নেত্রকোনা : বন্ধ থাকা লোকাল ট্রেন চালুর দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতীকী রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে চলাচলকারী ওই লোকাল ট্রেনটি ইঞ্জিন সংকটের অজুহাতে প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগ […]

নেত্রকোনায় বন্ধ লোকাল ট্রেন চালুর দাবিতে জনসাধারণের বিক্ষোভ ও রেলপথ অবরোধ

Share the post

Share the postসোহেল খান দূর্জয় নেত্রকোনা : বন্ধ থাকা লোকাল ট্রেন চালুর দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতীকী রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে চলাচলকারী ওই লোকাল ট্রেনটি ইঞ্জিন সংকটের অজুহাতে প্রায় চার মাস ধরে বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগ […]