CHRW চট্টগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মাহফুজ হান্নান
মানবেরে কর আপন ভবের খেলায়, চিত্ত আমায় সুধায় দিনে রাতে। নশ্বর তুমি রবে চির জীবন্ত জগত ময়, অনাবিল সুখ নিহত মানবসেবাতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলে সৃষ্টির সেরা জীবের দায়িত্ব পালন করা হবে।
লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা চেয়ারম্যান, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) যুগে যুগে কিছু মানুষের আবির্ভাব ঘটে, যারা দেশ ও জাতির প্রয়োজনে বার বার নিজেকে উৎসর্গ করেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবীদ আমাদের পরম শ্রদ্ধাভাজন,পরম স্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, এম এ হান্নান এমন একজন ব্যক্তি যিনি আমাদের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন।
আর তারই সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, আমাদের গর্ব ও ভালবাসার স্বজন, জনাব, সৈয়দ মাহফুজ হান্নান সম্প্রতি মানবতাবাদীদের বিশ্বস্ত প্ল্যাটফর্ম কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড(সম্মিলিত মানবাধিকার বিশ্ব) কেন্দ্রীয় আঞ্চলিক সমন্বয়কারী মনোনীত হওয়ায় অতলান্ত শুভেচ্ছা সহ অভিনন্দন জানাই।
মহান আল্লাহ্ রাব্বুল আলা BBমিন নিকট প্রার্থনা তিনি যেন মানবতার সেবার ব্রতে আপনার সুন্দর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় আগামীর সহায় হোন।