চট্টগ্রামে শুরু হয়েছে এপিক স্প্রিং ফেস্ট ২০২২ আবাসন মেলা
প্রেস বিজ্ঞপ্তি
ঋতুরাজ বসন্তের আমেজকে প্রাধান্য দিয়ে চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী রোডস্থ এপিক এমদাদ হাইটস্ এ শুরু হয়েছে ৭ (সাত) দিন ব্যাপী আবাসন মেলা “এপিক স্প্রিং ফেস্ট ২০২২”।
একক এই মেলার আয়োজন করেছে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য আবাসন নির্মাণ প্রতিষ্ঠান এপিক প্রপার্টিজ লিঃ, গতকাল বৃহস্পতিবার সকালে এই মেলার উদ্বোধন করেন কোম্পানীটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস.এম. লোকমান কবির। এই সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার হোসেন।
মেলা চলবে আগামী ৩০ মার্চ ২০২২ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় থাকছে ক্রেতাদের জন্য নানান সব অফার। আধুনিক নাগরিক জীবনকে আরও নান্দনিক রূপে সাজাতে এপিক প্রপার্টিজ লিঃ তাদের প্রকল্পগুলোতে এনেছে আধুনিক সব সেবা। স্মার্ট হোম সল্যুশন, লাইফ স্টাইল অ্যামিনিটিস, কমিউনিটি ক্লাব, বার-বি-কিউ জোন এবং সুপরিসর গাড়ি পার্কিংসহ নানান সুবিধা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীটির বিভাগীয় প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তারা।