হিমু হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করার দাবী — হিমুর ৯ম মৃত্যুবার্ষিকীতে বক্তারা।
চট্টগ্রাম সংবাদ: মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নিহত, হিমাদ্রী মজুমদার হিমুর ৯ম মৃত্যুবার্ষিকীতে সামাজিক সংগঠন ❝শিকড়❞ এর উদ্যোগে এক স্মরণ সভা আজ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।যুব নেতা জাওইদ আলী চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক জাফর আল তানিয়ার। হিমুর স্মরণে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবীদ ফখরুদ্দিন আহমেদ বাবলু,নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আসাদুল হক আসাদ, মহানগর ছাত্রলীগ নেতা রিয়াদুল করিম রিয়াদ, আইন কলেজ ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, নগরছাত্র নেতা তরিকুল ইসলাম হিমু প্রমুখ। বক্তারা বলেন, মাদক প্রতিরোধে হিমুর এই আত্নত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করছি।মাদক এখনো আমাদের সমাজকে ধংস করছে,মাদক প্রতিরোধ করতে আমাদের সমাজের সকল শ্রেণীর মানুষকে সোচ্চার হতে হবে।
রাষ্ট্রের কঠোর প্রদেক্ষেপ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়, তাই প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহবান জানান।আদালতের রায় অনুযায়ী হিমু হত্যাকারীদের ফাঁসির রায় অনতিবিলম্বে কার্যকর করার দাবী জানান বক্তারা। উল্লেখ্য, ২০১২ সালে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সন্ত্রাসীরা হিমুকে ধরে নিয়ে গিয়ে পাঁচতলার ছাঁদে বেধে, বিদেশি কুকুর লেলিয়ে দিয়ে বর্বর নির্যাতনের পর, ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করে। আদালতে হত্যা মামলায় প্রমাণিত হলে ৫ জন আসামির সকল কেই ফাঁসির রায় দেয়।