‎হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠান ভাঙচুরে পণ্ড, আহত অন্তত ২০ জন

Share the post

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পণ্ড হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাতে জালাল স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের পর রাতে জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিক ও বাধনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পরে মঞ্চে ওঠে ‘লালন ব্যান্ড’। তারা দুটি গান পরিবেশনের পর হঠাৎ একদল যুবক মঞ্চের দিকে বোতল ছুড়ে মারলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মুহূর্তেই দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এতে অন্তত ২০ জন আহত হন এবং দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎ঘটনার পর মঞ্চ ও আশপাশের এলাকায় ব্যাপক ভাঙচুর হয় এবং অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, ‘কনসার্টে বিপুল দর্শক উপস্থিত ছিলেন। হঠাৎ বিশৃঙ্খলার ঘটনায় কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে আয়োজক কমিটির কারও মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ধোবাউড়ায় ফুড সিকিউরিটি এন্ড লাইভলিহুড প্রকল্পের পরিচিতি সভা

Share the post

Share the postআবুল হাশেম,ধোবাউড়া,ময়মনসিংহ: ধোবাউড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে “ফুড সিকিউরিটি এন্ড লাইভলিহুড (এফএসএল)” প্রকল্পের পরিচিতি সভা। স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জনাব স্বপন কুমার পাল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: উজ্জ্বল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া থানার […]

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক, সীমান্তে বিজিবির অভিযান জোরদার

Share the post

Share the post মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁ সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইলফোনসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। বুধবার (১২ নভেম্বর) দুপুরে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে পূর্ব নন্দনপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রইহান (২৩) ও […]