সুনামগঞ্জে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Share the post

মোবারক হোসাইন,সুনামগঞ্জ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন সুনামগঞ্জ জেলার উদ্যোগে আজ বুধবার সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক মো:আব্দুল ওয়াহিদ’র সভাপতিত্বে ও সদস্য সচিব মো: দিলশাদ খানের পরিচালনায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি(বাকবিশিস) সভাপতি সহকারী অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্না ,

সকশিস সুনামগঞ্জ জেলার সভাপতি প্রভাষক মোঃ মশিউর রহমান,বাকবিশিস সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, প্রভাষক আলমগীর হোসেন, মাদ্রাসা জেনারেল টিসার্চ অ্যাসোসিয়েশন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি মো: মিজানুর রহমান, প্রভাষক মো: আলমগীর, রেজাউল হক ও জাকির হোসেন প্রমুখ। বক্তারা বলেন- ১৯৯৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১৫টি বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স চালু করা হয়েছে।

কিন্তু দীর্ঘ ২৮বছর পরও এমপিওভুক্ত না হওয়ায় চরম মানবেতর জীবন-যাপন করছেন সরকারি বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষক।অথচ উচ্চ শিক্ষার প্রসার ও মানোন্নয়নে শুরু থেকেই শিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বেসরকারি কলেজ সমূহে অনার্স-মাস্টার্স কোর্সে বৈধভাবে নিয়োগ প্রাপ্ত সকল শিক্ষকগণকে অবিলম্বে এমপিওভুক্ত করার জন্য জোর দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে দাবি পূরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated