সীতাকুণ্ডে প্রাইভেটকার থেকে গাঁজা-ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

Share the post

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯৯ বোতল ফেন্সিডিল এবং ১৪ কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আফছার।

গ্রেপ্তারকৃতরা হলেন- আবু সুফিয়ান (২৬) ও ইসমাইল হোসেন (২৮)।র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আফছার বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে গ্রেপ্তারকৃতরা।

তিনি বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা এবং উদ্ধারকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। গ্রেপ্তারকৃতদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated