সরকার ট্রাভেলস নৈশবাসে ডাকাতি

Share the post

আলমগীর কবির পল্লবঃ,পাবনা:  গতকাল ৭ই ডিসেম্বর রাতে ঢাকা টু পাবনা রুটে নিয়মিত চলাচলকারী সরকার ট্র্রাভেলস নামক নৈশ বাসে ডাকাতির ঘটনা ঘটেছে ।
ভূক্তভোগী যাত্রীরা জানায়, গতকাল রাত ৮টার সময় ঢাকা গাবতলি টেকনিক্যাল
কাউন্টার হতে একাধিক যাত্রী নিয়ে সরকার ট্র্রাভেলস নামক নৈশ বাসটি পাবনার
উদ্দেশ্যে ছেড়ে আসে । রাত আনুমানিক বারটার দিকে সিরাজগঞ্জ রোড পার হওয়ার
পর পরই যাত্রী বেশে থাকা ৬ জন ডাকাত ড্রাইভারকে জিম্মি করে বাসের অন্যান্য
যাত্রীদের প্রাণনাশের ভয় দেখিয়ে চলন্ত অবস্থায় ডাকাতি করতে থাকে । এসময়
দুজন যাত্রীকে ছুরি আঘাত করে ডাকাতদল । প্রায় ১ঘন্টা চলন্ত অবস্থায় ডাকাতি
শেষে চাকলা মোড়ে ডাকাতদল নেমে যায় বলে জানা যায় ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated