সময়মতো ট্রেন ছাড়ায় ঈদ যাত্রায় স্বস্তি

Share the post

সড়ক পথে যানজট ও ভোগান্তির কথা মাথায় রেখে আগেভাগেই ঢাকা ছাড়ছে অনেকে। রোববার (২৫ জুন) সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে রয়েছে যাত্রীদের ভিড়। সময়মতো ট্রেন ছাড়ায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা।কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামগামী বাহার জানান, স্টেশনে উপচে পড়া ভিড় রয়েছে। তবে ট্রেনগুলো সময়মতো ছেড়ে যাচ্ছে। যার কারণে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কম।

গত ১৫ জুন যেসব যাত্রী আগাম টিকিট কিনেছিলেন মূলত তারাই আজ ঢাকা ছাড়ছেন। টিকিট ছাড়া স্টেশনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি এনআইডি ও টিকিটের তথ্য মিলিয়ে দেখছে রেলের কর্মীরা।বাংলাদেশ রেলওয়ের ডিসিও শাহ আলম কিরণ শিশির জানান, মোট আসনের ২৫ শতাংশ টিকিট দেওয়া হচ্ছে আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট হিসেবে।

এদিকে আজ থেকে ঢাকা-পঞ্চগড় ও ঢাকা-লালমনিরহাট রুটে দুটি বিশেষ ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। ট্রেন দুটি সরাসরি ক্যান্টনমেন্ট স্টেশনে থামছে। সেখান থেকেই যাত্রী নিয়ে রওনা হচ্ছে গন্তব্যের উদ্দেশে।শিডিউল বিপর্যয় এড়াতে ঢাকামুখী একতা, দ্রুতযানসহ আটটি ট্রেন বিমানবন্দর স্টেশনে থামছে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated