সকল ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি
মোঃ মাইনুল হক, বিশেষ প্রতিনিধি, রংপুর: একুশ আমার গর্ব, বাংলা আমার অহংকার। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি। মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ, বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার প্রধান কাযালয় সৈয়দপুরে, সৈয়দপুর কলেজে কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান মোঃ মাইনুল হক, সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখা, সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন, জেলার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সরকার, সিনিয়র সভাপতি মোঃ রাজু আহমেদ, সাংগঠনিক মোঃ তাজু, ও তথ্য ও গবেষণা সম্পাদক, শাহাজাহান আলী সরকার, সহ অন্য অন্য সদস্যরা। পরিশেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনার্থে দোয়া করা হয়। উল্লেখ্য, এই দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রায় সকল দেশেই পালিত হচ্ছে।