শাহাদত হোসেন হিরু’র অকাল মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত
মোহাম্মদ রেজাউল করিম (চট্টগ্রাম প্রতিনিধি): চট্টগ্রাম সরকারি সিটি কলেজ এইচ এস সি ৯৩ ব্যাচ এর ছাত্র, দুবাই আযমান প্রবাসী শাহাদাত হোসেন হিরু কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ০৭\০৩\২০২১ অকালে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। গত ১০\০৩\২০২১ কলেজের মসজিদ প্রাঙ্গণে মরহুমের রুহের মাগফেরাত কামনায় ৯৩ ব্যাচ এর সতীর্থরা মিলে কোরান খতম এবং মিলাদ মাহফিলের আয়োজন করেন।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সিটি কলেজ ছাত্র নেতা জনাব শওকত হোসেন, মহিউদ্দিন শাহ, এস এম মন্জু, মাসেকুল ইসলাম মাসুক, আবু নেওয়াজ মিঠু, নজরুল ইসলাম টিটু, ফরিদ মজুমদার, এ এইচ এম কিবরিয়া সাজু, বাবলু, এ এস এম জাহিদ, শাহাবুদ্দিন, সাহেদ আলি, সাজ্জাদ হোসেন, সইফুদ্দিন সেইফ, শাজাহান চৌধুরী, মিসু, সাইফুল, মাসুম, ইমাম হোসেন মিল্লাত, মহিউদ্দিন চৌধুরী মহিন, আলি আসগর, নাজিম উদ্দিন, লিটু সহ পরিবারের সদস্যবৃন্দ। শোক সভায় মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।