মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বখতিয়ার ভূঁইয়া।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক প্রফেসর ড. এম. এ. মুহিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ এবং উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আবু বাক্কার রঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল হক সোহেল, মাসুম রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত আলী রবিউল, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ রহমত আলীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রভাগে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

