মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর, খেসারি, মাষকালাই ও অড়হরসহ রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে এই বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, শাহজাদপুর উপজেলার মোট ১১ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনক মোঃ কামরুজ্জামান বলেন, বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সর্বাত্মক সহায়তা প্রদান করছে। এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা নতুন উদ্যমে চাষাবাদে আগ্রহী হবেন, যা আমাদের কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, শুধু বীজ ও সার বিতরণ নয়, কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভর টেকসই কৃষির দিকে নিয়ে যেতে হবে।অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে প্রতীকীভাবে বীজ ও সার বিতরণ করা হয়।

