‎শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ৩০

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রয়েল কোচ পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক হয়।

‎হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোমেন উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনা আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

‎প্রসঙ্গত, শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকা দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। প্রায়ই ওই স্থানে যানবাহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ধোবাউড়ায় ফুড সিকিউরিটি এন্ড লাইভলিহুড প্রকল্পের পরিচিতি সভা

Share the post

Share the postআবুল হাশেম,ধোবাউড়া,ময়মনসিংহ: ধোবাউড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে “ফুড সিকিউরিটি এন্ড লাইভলিহুড (এফএসএল)” প্রকল্পের পরিচিতি সভা। স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জনাব স্বপন কুমার পাল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: উজ্জ্বল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া থানার […]

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক, সীমান্তে বিজিবির অভিযান জোরদার

Share the post

Share the post মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁ সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইলফোনসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। বুধবার (১২ নভেম্বর) দুপুরে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে পূর্ব নন্দনপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রইহান (২৩) ও […]