শান্তিনিকেতনে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Share the post

ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে শিক্ষকদের অংশগ্রহণে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভোরে আশ্রম প্রাঙ্গণে হয় সংক্ষিপ্ত প্রভাতফেরি। করোনার কারণে ক্লাস বন্ধ থাকায় ছিল না শিক্ষার্থীদের উপস্থিতি।
বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে আয়োজিত হয় মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনেও অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।এছাড়া কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে ১৯৫২ সালে বাংলাদেশে মাতৃভাষা আন্দোলনের বীর শহীদদের।
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করেছে গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এবং গণনাট্য সংঘ। তাছাড়া ত্রিপুরা, বিহার, ঝাড়খন্ড, ওডিশা, ছত্তিশগড়সহ বিভিন্ন রাজ্যের বাংলাভাষীরা হাতে নেয় নানা কর্মসূচি।
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।
১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।

এরপর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয়। এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। যা ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated