লিটারে ৫ টাকা বেড়েছে ভোজ্যতেলের দাম
সপ্তাহের ব্যবধানে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ৫ টাকা পর্যন্ত। দেশের ভোজ্যতেল উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো সম্প্রতি সয়াবিন তেলের দাম বৃদ্ধির কথা জানায় সরকারকে। মূলত এরপর থেকেই তেল কিনতে আরেক দফা ব্যয় বাড়ে ক্রেতার। বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৪৪ টাকা লিটারে।
গত ১৫ মার্চ এক লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৯ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর পর থেকে বাজারেও কেনা যাচ্ছিল নির্ধারিত দামের মধ্যে। কিন্তু হঠাৎ আবারো অস্থির হতে শুরু করলো তেলের দাম। বাড়লো দাম।
এদিকে মানভেদে কিছুটা কমেছে চালের দাম। তবে, ফলের বাজারে ভিন্নচিত্র। তরমুজসহ অন্যান্য রসালো ফলের দাম বাড়তি। মৌসুমী ফল তরমুজ কেজি দরে বিক্রি হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এদিকে, সেবা সপ্তাহ উপলক্ষে বাজার তদারকি বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কোথাও তরমুজ কেজি দরে বিক্রি হলে ব্যবস্থা নেয়ার কথা জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবুল কুমার সাহা।
এদিকে, বোরো মৌসুম উপলক্ষে বাজারে মানভেদে কিছুটা কমেছে চালের দাম। এ ছাড়া মুরগির দামও ধীরে ধীরে কমছে। ব্রয়লার মুরগি কেজিতে ৫ টাকা কমে ১৪০ টাকা ও সোনালিকা মুরগি ২০ টাকা কমিয়ে প্রতি কেজি ২৬০ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
সবজির দাম এখনো বেশি। গতকাল মহাখালী ও কারওয়ান বাজারে প্রতি কেজি বেগুন ৫০-৬০ টাকা ও শসা ৪০-৫০ টাকায় বিক্রি করতে দেখা যায়। এ ছাড়া প্রতি কেজি পটোল, ঢ্যাঁড়স, বরবটি ও করলা ৪০ থেকে ৫০ টাকা এবং ঝিঙে ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করেন বিক্রেতারা।