রোটার‍্যাক্ট ক্লাব অব কক্সবাজার সৈকতের ২০২০-২১ রোটারি বর্ষের কমিটি গঠিত

Share the post


চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ

রোটার‍্যাক্ট ক্লাব অব কক্সবাজার সৈকতের ২০২০-২১ রোটার‍্যাক্ট বর্ষের কমিটি গঠিত হয়েছে। আজ ০৭ জুন রোটার‍্যাক্ট ক্লাবের অভিভাবক সংগঠন রোটারি ক্লাব অব কক্সবাজার সৈকতের সভাপতি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে কক্সবাজার সরকারী কলেজের অনার্স ইংরেজি বিভাগে অধ্যয়নরত রোটার‍্যাক্টর নাসিমা আক্তার পিনকি এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজারে কর্মরত রোটার‍্যাক্টর সাইফুল ইসলাম সুমনকে রাখা হয়েছে। একইসাথে, তাদেরকে আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ প্রদান করা হয়েছে।

এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদেরকে রোটার‍্যাক্ট ক্লাব অব কক্সবাজার সৈকতের গুরু দায়িত্ব অর্পণ করায় অভিভাবক সংগঠন রোটারী ক্লাব অব কক্সবাজার সৈকতের সম্মানিত রোটারীয়ানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated