রোটার‍্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর উদ্যেগে”আলোক” ২০২২ অনুষ্ঠিত

Share the post

রোটার্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর উদ্যেগে আজ থেকে চট্টশরী রোড়স্থ চিটাগাং গ্রামার স্কুলে ১৭ ই জুন শুরু হল ৯ম রোটার্যাক্ট জেলা কনফারেন্স ‘আলোক ২০২২ এর উদ্ভোধনীয় অনুষ্ঠান বেলুন উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রোটারী ডিস্টিক অরগানাইজেশন ৩২৮২ এর জেলা গর্ভনর আবু ফয়েজ খান চৌধুরী।May be an image of 8 people and people standing

এতে সভাপতিত্ব করেন ৯ম রোটার্যাক্ট জেলা কনফারেন্সের চেয়ারম্যান মোঃ জাহেদ হোসাইন চৌধুরীর পরিচালনায় ও ৩২৮২ এর বর্তমান ডিআরআর মোঃ আলনন আমিন সজীবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রোটারী ডিস্টিক অরগেনাইজশন ৩২৮২ এর জেলা গর্ভনর আবু ফয়েজ খান চৌধুরী ,May be an image of 12 people, people standing and indoor

বিশেষ অতিথি ছিলেন ৩২৮১ এর সাবেক জেলা গর্ভনর এফ এইজ আরিফ, ৩২৮২ আগামী বছরের গর্ভনর রোহেলা খাঁন চৌধুরী, ২০২৩-২৪ রোটারী বর্ষের জেলা গর্ভনর ইন্জিনিয়ার মতিউর রহমান। ২০২৪- ২৫ রোটারী বর্ষের জেলা গর্ভনর এ এইচ এম ফয়সাল আহমেদ, এতে আরো উপস্থিত ছিলেন, ডিস্টিক রোটাক্যাক্ট কমিটিরর চেয়ারম্যান মিজানুর রহমান, প্রোগ্রাম চীফ পেট্রন পিডিআরআর মোস্তাফা আশরাফুল ইসলাম আলভী, প্রোগ্রাম চীফ এডভাইজার রোটারিয়ান পিপি আবু তৈয়ব, প্রোগ্রাম মেন্টর পিডিআরআর জিয়া উদ্দিন হায়দার, প্রোগ্রাম এডভিশন মন্জুরুর ইসলাম রায়হান,।। অনান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন পিডিআরআর আব্দুল আহাত, ডিআরআর নমিনি শরীফুল ইসলাম অপু, প্রেস এন্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান ইন্জিনিয়ার মসিউর রহমান। প্রমুখ উল্লেখ্য এ জেলা কনফারেন্স দুই দিন দরে চলবে আগামী কাল চসিক মেয়র রেজাউল করিমের উপস্থিতি তে এ কনফারেন্স অনুষ্ঠান শেষ হবে।।।May be an image of 10 people, people standing and indoor

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated