রূপসায় ৮ দলীয় সিক্স এ সাইড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
জাহাঙ্গীর আলম (মুকুল) স্টাফ রিপোটার,খুলনা: খুলনা জেলার রূপসা উপজেলার সামন্তসেনা চীর সবুজ সংঘ আয়োজিত সিক্স এ সাইড দিবা রাত্রী ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন অনুষ্ঠান ২২ফেব্রুয়ারী সন্ধ্যায় সামন্তসেনা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া ব্যক্তিত্ব সবুজ,আবদুল্লাহ,মহিদুল,শরিফ ও শুভ স্মৃতি চারণের উদ্দেশ্যে উক্ত খেলা উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব আজাদ আবুল কালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও রুপসা কলেজের অধ্যক্ষ ফ ম আঃ সালাম, সবুজ সংঘের উপদেষ্টা বাকির হোসেন বাকু, শেখ মোঃ মকছেদ আলী।
চীর সবুজ সংঘের সভাপতি অধ্যক্ষ ভারপ্রাপ্ত খান মারুফুল হকের সভাপতিত্বে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি আবদুল্লাহ আল মামুন এলিচ এর পরিচালনায় বক্তৃতা করেন অধ্যক্ষ আতাহার আলী ফকির, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, ইউপি সদস্য জাকির হোসেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শান্ত দে, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, নাজির শেখ,ইলিয়াজ শেখ, আজমল ফকির,অনঙ্গ চট্টপাধ্যায়,শিক্ষক আসাদুজ্জামান স্বপন, এসকে কুদরত আলী, ফ ম অহিদুল ইসলাম,সবুজ সংঘের সাধারণ সম্পাদক নুরুল হুদা চন্দন, মহিউদ্দিন মানিক, শফিকুর রহমান ইমন, অরুপ কুন্ডু,আরিফুল হক কাজল,ওবায়দুল,হাসান,ফেরদাউস,আরজান,সেখ সোহেল প্রমূখ। খেলায় আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হুদা অঞ্জন।