রায়পুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
আব্দুল্লাহ আল মামুন, লক্ষীপুর (রায়পুর) প্রতিনিধি: লক্ষীপুর জেলার রায়পুরের ১নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কেওড়া ডগি গ্রামের মোয়াজ্জন বাড়ীর কাজল মোয়াজ্জনের শিশু সন্তান অর্নব ( ২) পুকুরের পানিতে ডুবে নিহত হয়েছে।
আজ ০৪/১১/২০২৫ দুপুরের দিকে শিশু সন্তান অর্নবকে মা,বাবা, আত্মীয় স্বজনরা বাড়ির চারিদিকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুর পাড়ে গেলে দেখতে পান অর্নব এর নিথর দেহ পুকুরের মাঝে ভেসে উঠেছে । শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে রায়পুরের কেওড়া ডগি এলাকায় নিজ বাড়ির পুকুরে পড়ে যায় দুই বছরের শিশু অর্ণব। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয় ।
পরবর্তীতে দ্রুত শিশু অর্নবকে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে ডা: মাহির তাকে মৃত বলে ঘোষনা করেন। এদিকে শোকাহত অর্নবের মাতা পিতা কান্নায় ভেঙ্গে পড়ছেন এবং বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি নিছক দুর্ঘটনা হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

