রাজশাহীতে তরুণীর মরদেহ উদ্ধার: পুলিশসহ গ্রেপ্তার ৪
রাজশাহীতে পরিত্যক্ত ড্রাম থেকে তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রাজশাহী পিবিআইয়ের একটি দল রোববার নাটোরের লালপুর থেকে জিআরপির কনস্টেবল নিমাই চন্দ্র সরকারেক গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যে গ্রেপ্তার হয় ৩ সহযোগী।
পিবিআই জানায়, নিহত ননিকা রাণী রায়ের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল কনস্টেবল নিমাইয়ের। সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে শুক্রবার ননিকা রাণীকে হত্যা করে মরদেহ ড্রামে ভরে ফেলে দেয়া হয়।প্রাথমিকভাবে এ হত্যার দায় স্বীকার করেছে জিআরপি পুলিশ কনস্টেবল নিমাই চন্দ্র সরকার।