রাঙ্গুনিয়ায় ডিবি পুলিশের অভিযানে দলের প্রধান ইয়াছিন আরাফাত সহ আটক ৫ জন তক্ষক ব্যবসায়ী
তৌহিদুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় ডিবি পুলিশের অভিযানে দলের প্রধান ইয়াছিন আরাফাত সহ আটক ৫ জন তক্ষক ব্যবসায়ী।সোমবার(২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাউখালী রাস্তার মাথা এলাকায় থেকে তাদের আটক করা হয়।এ ঘটনায় আটক ইয়াছিন আরফাত(২৫),মোহাম্মদ শাহজাহান(৩৮),মোহাম্মদ রোমান(২৫),মো-ফারুক(৩০) ও মোহাম্মদ ইব্রাহিম।
উল্লেখ্য, গুজব প্রচলিত আছে ক্যানসারের ওষুধ তৈরিতে তক্ষক ব্যবহার হয়; তক্ষক ঘরে রাখলে সহসাই ধনী হওয়া যায়; এর মাথার ম্যাগনেট দাম কোটি টাকা; প্রতিবেশী দেশে এর ব্যাপক চাহিদা– এমন গুজবের ওপর ভর করে দেশজুড়ে সংঘবদ্ধ চক্র নির্বিচারে তক্ষক ধরছে। তারা গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে তক্ষক নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি করছে। এর পর প্রতারণার মাধ্যমে তাদের হাতে কথিত ‘মহামূল্যবান’ তক্ষক বা এর কঙ্কাল গছিয়ে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। একটি ১০-১২ ইঞ্চি তক্ষকের দাম ধরা হচ্ছে ৫০ লাখ টাকা। এই চক্রের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন অনেকেই।