যুক্তরাজ্যে ওমিক্রনে ১২ জনের মৃত্যু

Share the post

যুক্তরাজ্যে ওমিক্রনে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। করোনার অতি-সংক্রামক ধরন শনাক্ত হয়ে ১০৪ জন হাসপাতালে ভর্তি আছেন। সোমবার টাইমস রেডিওকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য দেন দেশটির উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব।

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ওমিক্রন মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা ভাবা হচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্য করোনায় রেকর্ডসংখ্যক ব্যক্তির আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। আগামী দিনে এই ধরনের নতুন ঢেউ আসতে পারে বলে সতর্ক করা হয়েছে।

গত সপ্তাহে ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর দেয় যুক্তরাজ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, এ পর্যন্ত করোনার নতুন ধরন ছড়িয়েছে ৮৯টি দেশে।

এদিকে বিশ্বে করোনায় একদিনে প্রায় ৫ হাজার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫৩ লাখ ৭৬ হাজার। নতুন ৫ লাখ ৪৫ হাজার রোগী নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৫৭ লাখের বেশি।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি এক হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। যুক্তরাষ্ট্রে মারা গেছে ৬২৩ জন। সেখানে নতুন শনাক্ত ১ লাখ ৪৩ হাজার মানুষ। বর্তমানে ওমিক্রনই যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী করোনা ধরণ বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে নতুন শনাক্ত হওয়ায় রোগীর ৭৩ শতাংশই ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছে তারা। এদিকে, ডেল্টার চেয়েও ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রনের বিস্তার রোধে বড়দিনের ছুটি বাতিলের তাগিদ দিয়েছেন সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated