ময়মনসিংহ জেলা দলকে হারিয়ে ফাইনালে কিশোরগঞ্জ জেলা নারী কাবাডি দল
আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ ময়মনসিংহ জেলা দলকে ৩১-১১ পয়েন্টে হারিয়ে কিশোরগঞ্জ জেলা নারী কাবাডি দল জামালপুর ভ্যেনুতে ফাইনালে উঠেছে। এদিকে গতকাল শুক্রবার বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ এর আঞ্চলিক পর্যায়ে অংশ নিতে আজ জামালপুর জেলার উদ্দেশ্যে রওনা হয়েছিল কিশোরগঞ্জ বালক এবং বালিকা কাবাডি দল। আজ শনিবার দলের কোচ এম এ কাহ্হার এর ফেইসবুক আইডি থেকে এ তথ্য জানা যায়। আগামী ১-১০ এপ্রিল হবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ এর মূল প্রতিযোগিতা।
কাবাডি প্রতিযোগিতার পাশাপাশি নারী হকি, ভারোত্তোলন, সাঁতার, কুস্তি, উশু, কিক বস্কিং, নারী রাগবি এবং শ্যূটিং প্রতিযোগিতার মূল পর্বে অংশ নেবে কিশোরগঞ্জ জেলার খেলোয়াড়রা। এই আটটি ইভেন্টে খেলোয়াড়দের জন্য টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইলেক্ট্রো মার্ট লিমিটেড (কনকা, গ্রে)।