মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Share the post

মেজবাহ ফাহাদ,বাগেরহাট: করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন অসমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (০৮-এ মার্চ) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শাহ-ই আলম বাচ্চু,সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা বিষয়ক কর্মকর্তা(অঃদা)আব্দুল হাই প্রমুখ সভায় বক্তারা বলেন, নারী পুরুষের সম অধিকারের জন্য সবার মাঝে মানসিকতার পরিবর্তন করতে হবে। নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে চলতে হবে। নারীর অধিকার রক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated