মুরাদ হাসানকে এবার উপজেলা আ.লীগ থেকে অব্যাহতি

Share the post

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপিকে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা কার্যনির্বাহী সদস্য পদ থেকে ডা. মুরাদ হাসানকে অব্যাহতির বিষয়টি সাংবাদিকদের জানান।এ ছাড়াও জেলা আওয়ামী লীগের কাছে ডা. মুরাদ হাসনকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে বলেও তিনি জানান।এর আগে গতকাল জামালপুর জেলা আওয়ামী লীগের জরুরি কার্যনির্বাহী পরিষদের সভায় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়।

উল্লেখ্য, বিতর্কিত বক্তব্য ও আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় গত সোমবার রাতে ডা. মুরাদ হাসানকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরের দিন মঙ্গলবার পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated