মুরাদনগরে বেগম রোকেয়া দিবসে জয়িতারা পুরষ্কৃত

Share the post

প্রিয়ন্ত মজুমদার, কুমিল্লা প্রতিনিধিঃ ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’
এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে কুমিল্লা জেলার মুরাদনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে সফল নারীদের ‘জয়িতা’ সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে প্রতিকূলতাকে পেরিয়ে বিভিন্ন ক্ষেত্রে চারজন সফল জয়িতাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। জয়িতারা হলেন, মুরাদনগর উপজেলার মধ্যনগর গ্রামের মোসাঃ আছমা বেগম, নেয়ামতকান্দি গ্রামের বিলকিছ আক্তার, নিমাইকান্দি গ্রামের সামছুন্নাহার বেগম ও কামাল্লা গ্রামের আয়েশা বেগম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে ও সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর আমিন সহ প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated