মুজিবের শতবর্ষ উপলক্ষে চট্টগ্রামের উদীয়মান “রিদম ওয়েব সাউন্ডল্যাব” রেকর্ডিং স্টুডিওর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে একটি গান রিলিজ করা হবে।
নিজস্ব প্রতিনিধি (চট্টগ্রাম): মুজিবের শতবর্ষ উপলক্ষে চট্টগ্রামের উদীয়মান “রিদম ওয়েব সাউন্ডল্যাব” রেকর্ডিং স্টুডিওর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে একটি গান রিলিজ করা হবে। গানটির নাম হচ্ছে “শোনো একটি মুজিবুরের থেকে” উক্ত গানটির সংগীত আয়োজন করেছেন “ফেলকন ব্যান্ড” এবং সার্বিক সহোযোগিতা ও প্রকাশনায় “রিদম ওয়েব সাউন্ডল্যাব” রেকর্ডিং স্টুডিও