মুক্তি পেলেন সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

Share the post

আন্তর্জাতিক চাপে সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোক এবং তার স্ত্রীকে মুক্তি দিয়েছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোক এবং তার স্ত্রী বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে তার কার্যালয়।জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ক্ষমতা দখলের পর বিশ্বজুড়ে ক্ষমতাসীন দেশের নেতাদের চাপের মুখে তাদের ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোকের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীকে কঠোর নিরাপত্তায় রাজধানী খার্তুমে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।
এছাড়া অভ্যুত্থানের দিনে আটক অন্য নেতারা এখনো আটক রয়েছেন। তাদের কোথায় রখা হয়েছে তা এখনো জানানো হয়নি।এদিকে, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সেনাদের গুলিতে ৭ জন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়েছে।
সোমবার সুদানে সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেন সেনাপ্রধান। এরপর থেকে দেশজুড়ে চলছে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ-সহিংসতা।অন্যদিকে, সেনা অভ্যুত্থানের জেরে সুদানের সদস্যপদ স্থগিত করে আফ্রিকান ইউনিয়ন। বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে বুধবার এক বিবৃতিতে জানায় সংগঠনটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated