মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: নিখোঁজের তিন দিন পর বারোখালি খাল থেকে লাশ উদ্ধার

Share the post

‎সীমান্ত দাস মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:‎টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর গোলাপী বেগম নামে তিন সন্তানের জননীর পা বাধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) সকালে মির্জাপুর থানা সংলগ্ন বারোখালী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
‎নিহত গোলাপী বেগম মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডের বিশু মিয়ার মেয়ে ও পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার আব্দুল কাদের মিয়ার স্ত্রী (৩৫)।
‎পারিবারিক সূত্র জানায়, তিন দিন আগে গোলাপী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এর পর থেকে তার আর খোঁজ মেলেনি। রোববার সকালে স্থানীয় লোকজন থানার পাশে খালে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিআই তার দিয়ে পা বাধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে।

‎মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম চ্যানেল 21 কে বলেন, ‘গোলাপী বেগম তিন দিন আগে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরনের কাপড় দেখে তার লাশ স্বামী কাদের মিয়া শনাক্ত করেছেন। এটি একটি রহস্যজনক হত্যা। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মির্জাপুরে উপজেলায় ২৬০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে

Share the post

Share the postসীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মির্জাপুর থানা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ। এ সময় অন্যদের মধ্যে মির্জাপুর […]

মির্জাপুরে এক কেজি দুইশত গ্রাম সহ পারভীন নামের এক ব্যক্তি গ্রেফতার

Share the post

Share the postসীমান্ত দাস, মির্জাপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুরে এক কেজি দুইশত গ্রাম গাজা সহ পারভীন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌর সদরের পুষ্টকামুরী পূর্ব সওদাগর পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামী হলেন, মির্জাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের পুষ্টকামুরী পূর্ব সওদাগর পাড়া গ্রামের স্বামী সোহেল মিয়ার স্ত্রী […]