মিরসরাইয়ে উপজেলায় একই পরিবারের তিন জনকে গলা কেটে হত্যা

Share the post

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একই পরিবারের তিন জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) ভোরে স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার মোস্তফা সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন- নতুন বাজারের ব্যবসায়ী সুফি সাহেবের ছেলে মোস্তফা মিয়া (৭০) মোস্তফা মিয়া (৭০), তার স্ত্রী জোসনা আক্তার (৫৫) এবং মোস্তাফার ছেলে আহমদ হোসেন (২৫)।

তবে এটি ডাকাতি না পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।এ ঘটনায় জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated