মাধবপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
মোঃজাকির হোসেন ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১১ মার্চ) মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রিয় ফুড বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীদ্রব্য প্রস্তুত করায় ১৫ হাজার, মেসার্স কাসেম ট্রেডার্সকে অবৈধভাবে দাহ্য পদার্থ রাস্তায় রাখায় ৩ হাজার, রশিদ ভ্যারাইটিজ স্টোরকে তামাকজাত দ্রব্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে প্রদর্শন করায় ৫শত টাকা শকর স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় আরও ১ হাজার টাকা জরিমানা করা হয়।