মাধবপুরে ৩০ কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক

Share the post

মোঃজাকির হোসেন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে রবিবার (২১ ফেব্রুয়ারী ) রাত ২টার দিকে সুরমা চা বাগানের সীমান্তবর্তী বিশ নাম্বার বাংলা টিলা এলাকার পাতি ঘরের পাশে অভিযান চালিয়ে রাজ লাল রাজ প্রধান (২৮) কে ৩০কেজি ভারতীয় গাঁজা সহ আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। রাজ লাল রাজ প্রধান মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে ২০ নাম্বার সেকশন এলাকার চৌতন রাজ প্রধান এর পুত্র। ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ও পলাতক ব্যাক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated