মাধবপুরে হিলফুল ফুযুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ
মোঃজাকির হোসেন,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিণখোলা হিলফুল ফুযুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মে) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের পূর্ব হরিণখোলা গ্রামে এ ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও হিলফুল ফুযুল ইসলামী যুব সংগঠনের সভাপতি মোঃ বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আপন মিয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান চৌমুহনী ইউনিয়নের মাহবুবুর রহমান সোহাগ, শিক্ষক বিল্লাল মিয়া ও সাংবাদিক হামিদুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি জাকির হোসেন, আবু কালাম, আব্দুল আউয়াল, মোহাম্মদ আলী, হাজী রুহুল আমিন, শাহজাহান মিয়া, আতিকুর রহমান (ধনু) ও আব্দুস শহীদ, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, আমজাদ হোসেন, ও আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক জামাল মিয়া, সরকারি অর্থ সম্পাদক করিম হোসেন, প্রচার সম্পাদক আব্বাস আলী, রহমত আলী, আব্দুল বাছির, ক্রীড়া সম্পাদক নুর ইসলাম (শুক্কুর) হারুন-অর-রশিদ ও ফারুক মিয়া প্রমূখ। পরে মহামারি করোনা থেকে দেশবাসীর মুক্তি জন্য ও মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করেন মাওলানা মুফতি আব্দুল মজিদ।