মাধবপুরে গাঁজা সহ নারী পাচারকারী আটক
মোঃজাকির হোসেন,মাধবপুর,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে গাঁজা সহ এক নারী পাচারকারী কে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ( বৃহস্পতিবার ) দুপুরে নিজনগর গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ স্বপ্না বেগম (৩৫) নামে এক নারী পাচারকারী কে আটক করে বিজিবি।
মোছাঃ স্বপ্না বেগম উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের মোঃ রতন মিয়ার স্ত্রী।
ওইদিন দুপুরে গোপন সুত্রে খবর পেয়ে ধর্মঘর কোম্পানী সদরের সুবেদার মোঃ জয়নাল আবেদীন সরকারের নেতৃত্ব একদল বিজিবি নিজনগর গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ স্বপ্না বেগম কে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ ফেরদৌস কবীর পিএসসি।