মাধবপুরে গাঁজাসহ অটোরিকশা চালক গ্রেপ্তার

Share the post

মোঃজাকির হোসেন (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুরে মনতলা- কমলপুর সড়কের উত্তরশিক নামক স্থান থেকে ১০ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ এক অটোরিকশা চালক কে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে মনতলা বিওপির হাবিলদার মহসিন মিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহলদল উল্লেখিতস্থানে অভিযানে চালিয়ে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের সাহেব আলীর ছেলে আবু মুসা(২৬) কে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। এ সময় অটোরিক্সা জব্দ করেছে বিজিবি।

এ দিকে একই দিন সকাল ১১টার দিকে পৃথক আরেকটি মনতলা বিওপির সুবেদার দেলোয়ার হোসেন এর নেতৃত্বে বিজিবির টহলদল অভিযান চালিয়ে কমলপুর কওমী মাদ্রাসা থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সামীন্নবী চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতের বিরোদ্ধে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুুতি চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated